ফের নিজের ওয়ার্ড থেকে জিতে গেলেন মালা রায়। সেই ১৯৯৫ থেকে তিনি কাউন্সিলর। তৃণমূলে আসার পর সাংসদ হয়েছেন। এবার ৮৮ নম্বর ওয়ার্ড থেকে ষষ্ঠবার লড়াইয়ে তৃণমূল প্রার্থী মালা রায় ফের জয়ী।
১৯৯৫ থেকে ৮৮ নম্বর ওয়ার্ডে অপরাজিত মালা রায়। চেতলা থেকে চারু মার্কেট। রাসবিহারী মোড় থেকে প্রতাপাদিত্য রোড। ঝুপড়ি থেকে বহুতল। টানা ২৫ বছর কাউন্সিলর হওয়ার সুবাদে, সবটাই চেনা মালা রায়ের।
প্রচার বেরিয়েই মালা রায় বলেছিলেন, ‘আমার সঙ্গে এখানকার মানুষদের আত্মিক সম্পর্ক। উন্নয়ন নিয়ে মানুষের বক্তব্য শুনি। জানার চেষ্টা করি। সেই মতো কাজ করি।” আর এদিন জয়ের পর তিনি বলছেন, ”এটা কর্মীদের জয়। তাঁদের অক্লান্ত চেষ্টায় মানুষ উন্নয়নের শরিক হয়েছেন।’
১৯৯৫ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে লড়ে ৮৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছিলেন মালা রায়। তারপর দক্ষিণ কলকাতার এই ওয়ার্ড তাঁর গড়ে পরিণত হয়। ১৯৯৮ সালে তৃণমূলে যোগ দেন মালা রায়। ২০০০ সালে জোড়া ফুলের প্রতীকে জিতে মেয়র পারিষদ হন তিনি।