এবার মোটা বেতনে প্রচুর ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্য বিদ্যুৎ পর্ষদ। যা স্বাভাবিকভাবেই সরকারি চাকরির সন্ধানীদের জন্য সুখবর। পাশাপাশি জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস) পদেও হবে নিয়োগ। মাসিক বেতন এক লক্ষ টাকার বেশি। অনলাইনেই আবেদন করতে হবে। মোট শূন্যপদের সংখ্যা ৪১৪, এরমধ্যে ১৪ জনকে নেওয়া হবে জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস) পদে। আর আবেদনের শেষ তারিখ হল ২০২২ সালের ১৫ জানুয়ারি। জেনে নেওয়া যাক, আবেদনের পদ্ধতি-সহ বেতনক্রম।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স :
ইচ্ছুক চাকরিপ্রার্থীকে ন্যূনতম স্নাতক হতে হবে। সেই সঙ্গে আরও কিছু যোগ্যতা প্রয়োজন। এই ব্যাপারে রাজ্য বিদ্যুৎ পর্যদের ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে। জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস) পদের জন্য যে কোনও শাখায় স্নাতকের পাশাপাশি মেটিরিয়াল ম্য়ানেজমেন্ট/ লজিস্টিক ম্যানেজমেন্ট/ সাপ্লাই চেন ম্যানেজমেন্ট/ বিজনেজ ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য নুন্যতম যোগ্যতা হল যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা। ১৪টি জুনিয়র এক্সিকিউটিভ (স্টোরস) পদে বেতন ৩৭,৪০০ টাকা থেকে ১,০৮,২০০ টাকা। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে বেতন মিলবে ৩৬,৮০০ টাকা থেকে ১,০৬৭,০০ টাকা। এই পদের জন্য ৪০০ জনকে নিয়োগ করা হবে।
আবেদনের পদ্ধতি :
www.wbsetcl.in – এই ওয়েবসাইটে গিয়ে Career অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘Click here to apply online’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর সমস্ত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। সমস্ত ক্যাটাগরি পূরণ করার পর সাবমিট বাটন ক্লিক করতে হবে। আবেদনপত্রের একটি প্রিন্টআউট রেখে দিতে হবে।