মাঝে আর মাত্র একদিন। তার আগে ভরসন্ধ্যায় ডায়মন্ড হারবারে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন তিনি বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তেরও। অন্যদিকে এদিনই দুষ্কৃতীদের আক্রমণে তৃণমূলের এক প্রধানের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে মুর্শিদাবাদের ইসলামপুরের টেঁকারায়পুরের ঘানিমিলের কাছে। অভিযোগ, ওই প্রধানকে মারার জন্য গুলিও চালানো হয়।
প্রসঙ্গত, এদিন সন্ধে ৬ টা নাগাদ ডায়মন্ড হারবারের ১২ নম্বর ওয়ার্ডে ঘটে এই ঘটনা। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় নিয়মিত মদ্যপানের আসর বসে। অভিযোগ, তারই প্রতিবাদ করায় গলি চালানো হয় বিশাল কেয়ারি নামের এক যুবককে লক্ষ্য করে। তিনি তৃণমূলের সক্রিয় কর্মীও। পরিবারের তরফে জানানো হয়েছে, বিশালের পায়ে গুলি লাগে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে আপাতত ভরতি তিনি। গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে বলে খবর।
পাশাপাশি, মুর্শিদাবাদের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোস্তাফা সরকার নেতাজুল জানান, “প্রতিদিনের মতো আমি ইসলামপুরে বিধায়ক কার্যালয়ে যাচ্ছিলাম। টেঁকার কাছে আসতেই দেখি শ’দুয়েক লোক লাঠিসোটা ও পিস্তল নিয়ে অপেক্ষা করছে। কাছে আসতেই ওরা গাড়ির রাস্তা রুখে এলোপাথাড়ি লাঠি দিয়ে গাড়ি ভাঙচুর করে। ঘটনায় চালক আহত হয়। ওই অবস্থায় গাড়ি দাঁড় না করে জীবন বাঁচাতে গাড়ি নিয়ে চলে আসি। তখন দুষ্কৃতীরা ছ’রাউন্ড গুলিও চালিয়েছে।”