১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে নির্বাচন। শুক্রবার এই ভোটের শেষ প্রচার। তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম সকলেই চাইছে নিজেদের সেরাটা দিয়ে শেষবেলার প্রচারে ঝড় তুলতে।
সকাল থেকেই ময়দানে শাসকদলের হেভিওয়েট প্রার্থীরা। বিকেলে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নামবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সকাল থেকেই প্রচার করছেন দলের প্রার্থীদের সমর্থনে।
শেষ দিনে সকাল থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে প্রার্থীরা বেড়িয়ে পড়েছেন শেষ মুহুর্তের জনসংযোগে। এদিন সকাল থেকেই বুথপ্রার্থীদের সঙ্গে প্রচারে দেখা গিয়েছে তারকাদের।
শুক্রবার ৩৩ নং ওয়ার্ডে ছেনু বিশ্বাসের হয়ে প্রচারে দেখা গিয়েছে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীকে। অন্যদিকে, ৮৮ নং ওয়ার্ডে মালা রায়ের প্রচারে দেখা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, সোনারপুর দক্ষিণের বিধায়ক তথা অভিনেত্রী লাভলি মৈত্র, সুভদ্রা মুখার্জীকে। একইসঙ্গে ৮১ নং ওয়ার্ডে জুঁই বিশ্বাসের প্রচারে উপস্থিত ছিলেন চণ্ডীপুর বিধানসভার বিধায়ক সোহম চক্রবর্তী।