একেই তৃণমূলের উত্থানে গোয়ায় সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির। এরই মধ্যে ফের দ্বীপরাজ্যে ধাক্কা খেল তারা। ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড, মনিপুর, পাঞ্জাবের মতো বিধানসভা নির্বাচন গোয়াতেও। তার দু’মাস আগে গতকাল কংগ্রেসের তোলা যৌন কেলেঙ্কারি ও বিহার থেকে আসা এক যুবতীকে গর্ভপাত করতে বাধ্য করার অভিযোগে ইস্তফা দিয়েছেন নগরোন্নয়নমন্ত্রী মিলিন্দ নায়েক। আর আজ পদত্যাগ করলেন কর্টালিমের বিজেপি বিধায়ক আলিনা সালদানহা।
গেরুয়া পার্টির ‘নীতির অবক্ষয়’ হয়েছে বলে উল্লেখ করে দলত্যাগ করলেন তিনি। লক্ষ্মীকান্ত পারসেকর সরকারের একমাত্র মহিলা মন্ত্রী আলিনা ২০১২য় স্বামী মাথানি সালদানহার মৃত্যুর পর বিধানসভায় নির্বাচিত হন। আলিনার দাবি, তাঁর স্বামী যে বিজেপিতে ছিলেন এবং তাঁর মৃত্যুর পর যে দলে তিনিও যোগ দিয়েছিলেন, সেই বিজেপি আর নেই। তারা যাবতীয় ন্যয়-নীতি ভুলে গিয়েছে বলে মনে হয়। রাজ্যে নৈরাজ্য চলছে। প্রসঙ্গত, গোয়া বিধানসভা ভোটে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস কার্যকরী ভূমিকা পালন করছে না বলে অভিযোগ তাদের। ইতিমধ্যে কংগ্রেস ছাড়ার হিড়িক পড়েছে রাজ্যে। তবে শোনা যাচ্ছে, তৃণমূল নয়, আম আদমি পার্টিতে (আপ) যেতে পারেন আলিনা।