সিঙ্গুরের ধর্না মঞ্চ নিয়ে বিজেপি নেতৃত্বেকে সমালোচনায় বিদ্ধ করলেন প্রাক্তন বিধায়ক তথা একুশের ভোটে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। বৃহস্পতিবার বিজেপির সিঙ্গুর ধর্না কর্মসূচির তৃতীয় দিনেও তিনি আমন্ত্রণ পাননি বলে জানালেন মাস্টারমশাই। বাড়িতেই রয়েছেন তিনি। কেন বিজেপির ধর্না মঞ্চে তিনি অনুপস্থিত, এ নিয়ে প্রশ্ন করতেই একুশের বিজেপি প্রার্থীর সটান জবাব, ‘ধর্না কর্মসূচিতে চাষিদের দেখা নেই কেন’? একদা সিঙ্গুরের জমি আন্দোলনের অন্যতম কাণ্ডারী এজন্য বিজেপি নেতৃত্বকেই দুষলেন।
রবীন্দ্রনাথ বলেন, ‘চাষিদের জন্য কোনও দল সক্রিয় হলে চাষিরা সেটা বুঝতে পারে। এবং তাতে অংশগ্রহণও করে। যারা আজ মঞ্চ বেঁধে চাষিদের স্বার্থে লড়ছে, তারা চাষিদের কাছে না গেলে চাষিরা কী করে বুঝতে পারবে’? তিনি আরও যোগ করেন, ‘তাদের কাছে না গিয়ে নিজেরাই ধর্না মঞ্চে থাকলে হবে না। চাষিদের কাছে গিয়ে আগে তাদের সংগঠিত করতে হবে। তাদের অভিমতের উপর ভিত্তি করেই আন্দোলন সংগঠিত করতে পারবে’।
এখানে না থেমে তিনি আরও যোগ করেন, ‘বিজেপি দল সেই প্রাথমিক কাজটুকু করেনি। ফলে চাষিদের সঙ্গে যে একতা বা ঐক্যবোধ, সেটা এখনও গড়ে ওঠেনি। গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করলে তারা উদ্বুদ্ধ হবে এবং তাদের স্বার্থ রক্ষার জন্য গলা মেলাবে। শুধু কয়েক জন নেতা এলে কিছু লোক জমতে পারে। কিন্তু চাষিদের অংশ গ্রহণের পথটা প্রশস্থ হয় না’।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে আর তৃণমূলের টিকিট পাননি মাস্টারমশাই। বয়সজনিত কারণে তাঁকে প্রার্থী করা হয়নি বলে জানায় তৃণমূল। অন্যদিকে অভিমানী রবীন্দ্রনাথ এর পর যোগ দেন বিজেপিতে। সিঙ্গুরের বিজেপি প্রার্থীও ছিলেন তিনি। যদিও নিজের গড়েই তৃণমূল প্রার্থী বেচারাম মান্নার কাছে পরাজিত হতে হয় মাস্টারমশাইকে। সেই বেচারাম বর্তমানে রাজ্যের মন্ত্রী।