এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘কাটমানির মাস্টার’ বলে কটাক্ষ করলেন রামনগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। শুভেন্দুর বাবা শিশির অধিকারী, যিনি এখনও খাতায় কলমে তৃণমূলের সাংসদ, তাঁকেও একহাত নিলেন মৎস্যমন্ত্রী অখিল গিরি। তাঁর কটাক্ষ, “শুভেন্দু কাটমানির মাস্টার। আর তাঁর বাবা শিশির অধিকারীকে তিনিই তৃণমূলে এনেছিলেন।” অখিল বলেন, “ওঁনার বাবা জানেন, তৃণমূল দলে কার… মানে আমার হাত ধরেই এসেছিলেন। কারা আদি বা কারা নব্য তা বাংলার মানুষও বোঝে। আর কাটমানির কথা বলছেন! শুভেন্দু হচ্ছেন বাংলার বড় কাটমানি খোর। না হলে এতগুলি দফতরের মন্ত্রী ছিলেন তিনি। এই কাটমানি বিষয়ে এত ভাল জানেন যে কোথায় কত ভাগ পাওয়া যায়!”
প্রসঙ্গত, এর আগেও বিরোধী নেতাকে নিয়ে অখিল অভিযোগ করেন যে, বিধানসভায় শুধুই হল্লা করেন তিনি। এদিকে গত বছর ১৯শে ডিসেম্বর মেদিনীপুর কলেজের মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বছর তাঁর দলত্যাগের বর্ষপূর্তি উদযাপন করতে চলেছে তৃণমূল যুব কংগ্রেস। যে শুভেন্দু এক সময় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন অধুনা সেই বিজেপি নেতার দলত্যাগের দিনটিকে ‘উচ্ছ্বাস দিবস’বলে পালন করতে চলেছে ঘাসফুল শিবির। তবে আনুষ্ঠানিক ভাবে তা বলা হবে কি না, তা এখনও ঠিক হয়নি। যদিও সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ওই দিনই তা পালন করা হবে।