বিরোধীদের দাবি সত্ত্বেও লখিমপুর-খেরি কৃষক হত্যার ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল না বিজেপি। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অজয়কে নিয়ে কোনও আলোচনা হয়নি বলে সরকারি সূত্রের খবর।
উত্তরপ্রদেশের লখিমপুর-খেরিতে চার কৃষককে খুনের ঘটনায় মূল অভিযুক্ত আকাশ মিশ্রের বাবা অজয় মিশ্র টেনিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবিতে বুধবার লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সংসদের দুই কক্ষে একই দাবিতে সরব হয়েছিল বিরোধীরা।
রাহুল বৃহস্পতিবার সংসদে ফের লখিমপুর-কাণ্ড নিয়ে সরব হন। তিনি বলেন, ‘উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর রিপোর্ট বলথে লখিমপুর-খেরিতে কৃষকদের খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। সকলেই জানেন কার ছেলে তাতে জড়িত। আমরা বিষয়টি নিয়ে সংসদে আলোচনা চেয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী অজুহাত দেখিয়ে এড়িয়ে গেলেন।’ রাহুলের দাবি, অজয় এক জন ‘অপরাধী’।
রাহুল বুধবার লোকসভা লখিমপুর-কাণ্ড নিয়ে লোকসভায় আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ড়ুর কাছে একই দাবিতে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছে তৃণমূল। সংসদ ভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে অজয়ের অপসারণের দাবিতে দলের সাংসদেরা বৃহস্পতিবার বিক্ষোভও দেখান।