হাতে আর বেশি দিন বাকি নেই। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় পুরসভা নির্বাচন। তাই এই মুহূর্তে চলছে শেষ পর্বের প্রচার। আর তার পাশাপাশি চলছে সি-ভোটার ও জনমত সমীক্ষার কাজও। এবার এরই মধ্যে আবার কলকাতার বিদায়ী পুর-প্রশাসক তথা প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বলে দিলেন, ‘এই নির্বাচনে ১৩০ থেকে ১৪০ টা ওয়ার্ড পাবে তৃণমূল। আর সর্বোচ্চ ১৪ টি এবং সর্বনিম্ন ৪ টি আসন পেতে পারে অন্যান্য অর্থাৎ বিরোধীরা।’
অন্যদিকে, সি-ভোটার ও একটি বেসরকারি টিভি চ্যানেলের যৌথ সমীক্ষা থেকে জানা গিয়েছে, কলকাতা পুরভোটে ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ১৩০ টি আসন পেতে পারে তৃণমূল। গতবার পেয়েছিল ১১৩ টি ওয়ার্ড। আর এবার আরও ১৭ টি আসন বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছেন তৃণমূলের। সমীক্ষার এই রিপোর্টের সঙ্গে কিছুটা হলেও মিল রয়েছে ফিরহাদের বক্তব্যের। তবে বিশেষজ্ঞদের মত, অনেক সময় দেখা যায় সমীক্ষার সঙ্গে আসল ফলাফল সম্পূর্ণ মিলে গিয়েছে, আবার অনেক সময় এর উলটোটাও দেখা যায়। আর যদি ফিরহাদের দাবির সঙ্গে তা মিলে যায়, তাহলে সেটা হবে নজিরবিহীন।
প্রসঙ্গত, সমীক্ষা বলছে এই নির্বাচনে ৫২ শতাংশের আশেপাশে থাকতে পারে তৃণমূলের ভোটের হার এবং বিজেপির থাকতে পারে প্রায় ২৪ শতাংশ। আর অন্যান্যরা পেতে পারে বাকি ১২ শতাংশ। তবে গত পুরভোটে বিজেপি ৭ টি আসন পেলেও, এবার ১৩ টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গতবার ১৫ টি পেলেও এবার বামেরা পেতে পারে ১ টি আসন এবং কংগ্রেসের ঝুলিতে কিছুই না থাকারই সম্ভাবনা রয়েছে।