বুধবার ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব। এ সুখবর সামনে আসতেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে খোঁচা দিয়ে একটি টুইটও করেন তিনি।
এদিন টুইটে অভিষেক লিখেন, “অমিত শাহদের জন্য দু-মিনিট নীরবতা পালন করা হোক।” প্রসঙ্গত, বাংলায় বিধানসভা নির্বাচন চলাকালীন অমিত শাহ এবং বিজেপির একাধিক প্রথম সারির নেতারা প্রকাশ্য জনসভায় বারংবার সম্পূর্ণ ভ্রান্ত দাবি করে এসেছেন যে, বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। সেই ঘটনাকেই মনে করিয়ে শাহকে কটাক্ষ করলেন অভিষেক। সেই সঙ্গে টুইটে অভিষেক যোগ করেন, “আপনার ভ্রান্ত প্রচার ধরা পড়ে গেল। আপনার মিথ্যাচার ফের একবার প্রকাশ্যে চল এল।”
