আতঙ্কের নয়া নাম ওমিক্রন। দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা উস্কে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। এরই মধ্যে চিন্তা বাড়িয়ে রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল। করোনার নয়া প্রজাতিতে আক্রান্ত সাত বছরের এক শিশু। আবুধাবি থেকে ভারতে এসেছিল ওই শিশুটি। এরপর হায়দ্রাবাদ থেকে বাংলায় আসে।
জানা গিয়েছে, হায়দ্রাবাদে তার প্রথম করোনা পরীক্ষা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। এরপর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়। সেখানেই ওমিক্রন ধরা পড়ে। বর্তমানে মুর্শিদাবাদের চৌরঙ্গী মোড়ে মামাবাড়িতে রয়েছে শিশুটি। বাড়ি ফরাক্কা থানার বেনিয়াগ্রামে। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের তরফে জেলা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে। বেনিয়াগ্রাম এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। শিশুটিকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মুর্শিদাবাদ মাতৃসদন হাসপাতালে শিশুটিকে আইসোলেশনে পাঠানো হবে।
অন্যদিকে, যে বিমানে শিশুটি বাবা-মায়ের সঙ্গে ফিরেছিল, সেই বিমানের যাত্রীদের খোঁজ করা হচ্ছে। এলাকায় শিশুটি কার কার সংস্পর্শে এসেছিল তাঁদের খোঁজ চলছে। শিশুটির কোনও উপসর্গ রয়েছে কি না তাও দেখা হচ্ছে। উল্লেখ্য, এই প্রথম নন-হাইরিস্ক কান্ট্রি থেকে ভারতে আসা কারও শরীরে মিলল ওমিক্রন। ফলে এবার নন-হাইরিস্ক দেশ থেকে আসা ব্যক্তিদের ওপর নজর দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।