গেরুয়া বাহিনীর সৌজন্যে আগেও মূর্তি ভাঙার রাজনীতির সাক্ষী থেকেছে রাজ্যবাসী। এবার তার শিকার নেতাজি সুভাষচন্দ্র বসুও! ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়ায়। সোমবার সেখানে প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসী দেখেন ভাঙা অবস্থায় পড়ে রয়েছে নেতাজির মূর্তি! বেদির ওপর পড়ে রয়েছে ভাঙা মূর্তিটী, আর বাকি অংশও টুকরো টুকরো হয়ে পড়েছে। এ নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে কাঁচরাপাড়ায়। প্রশ্ন উঠছে, এই মহান ব্যক্তির মূর্তি এভাবে ভেঙে দিল কে বা কারা?
কাঁচরাপাড়ার ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিনোদনগরের খেলার মাঠে বহুদিন ধরেই ওই নেতাজির মূর্তি রয়েছে। চারপাশে সবুজ রেলিং দিয়ে ঘেরা এই মাঠে অনেকেই প্রাতঃভ্রমণ করার জন্য আসে। ছেলেমেয়েরা খেলাধূলাও করে। রোজকারের মত সোমবার সকালেও নিজেদের প্রয়োজনে কিছু মানুষ এসেছিলেন এই মাঠে। আর মাঠে এসেই অবাক হয়ে যান তাঁরা। দেখেন মাটিতে পড়ে রয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তিটি। মূর্তি থেকে মাথাটি পড়ে রয়েছে নীচে বেদির ওপর এবং পাশে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে দেহের বাকি অংশ।
ঘটনার খবর পুলিশের কানে যেতেই, ঘটনাস্থল পরিদর্শন করে যায় পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, এই মাঠে অনেক বাচ্চারা খেলাধূলা করতে আসে। তবে এদিন সকালে এই দৃশ্য দেখে আমরা এর তীব্র প্রতিবাদ করি। এই ঘটনার বিচার চাই এবং দোষীর শাস্তির দাবি জানাচ্ছি। প্রশ্ন উঠছে, পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে রক্ষার জন্য যে মহাপুরুষ আত্মত্যাগ করেছিলেন, যার নাম ছড়িয়ে রয়েছে দেশের সবর্ত্র, তাঁর মূর্তি এইভাবে কে ভেঙে দিল? এই বিষয় নিয়ে নিন্দার ঝড়ও উঠেছে বিভিন্ন মহলে। তবে এ ঘটনায় গেরুয়া শিবিরের হাত রয়েছে বলেই মনে করছেন এলাকাবাসীরা।