চব্বিশের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা করছে তৃণমূল। ত্রিপুরার পর এবার তাদের লক্ষ্য। আর তাই রবিবার ফের তিনদিনের সফরে গোয়া গিয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরসঙ্গী হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ, সোমবার সফরের দ্বিতীয় দিনে গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে একাধিক সংবাদ মাধ্যমের সম্পাদক, সাংবাদকর্মীদের সঙ্গে দেখা করেন তৃণমূল নেত্রী। এই সাক্ষাতের পরে সংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে একটি টুইট করেন মমতা। টুইটে তিনি লেখেন, ‘আজ গোয়ায় ইন্টারন্যাশনাল সেন্টারে বিভিন্ন মিডিয়া হাউসের এডিটরদের সঙ্গে সাক্ষাৎ হল। তাঁদের অনন্য সাফল্যের জন্য অভিনন্দন জানাই।’ সেই সঙ্গে এই টুইটের মাধ্যমেই, গণতন্ত্রের চতুর্থস্তম্ভ হিসেবে গণতন্ত্রের পবিত্রতা রক্ষা করার জন্য সাংবাদিকদের কুর্নিশ জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।