তাঁকে দেশনায়ক বলা হয়। নিজের জীবনের কথা না ভেবে ভারত স্বাধীন করাই ছিল তাঁর মূল লক্ষ্য। ব্রিটিশ সরকারের কাছে আতঙ্ক ছিলেন তিনি। হ্যাঁ, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু। যাঁর নামটিই আজও যথেষ্ট নিজের পরিচয়ের জন্য। দেশবাসীর আবেগ জড়িয়ে রয়েছে তাঁর নামের সঙ্গে। তাঁর ১২৫তম জন্মবর্ষে শ্রদ্ধা জানানোর জন্য একটি বিশেষ ট্রেনে মোবাইল মিউজিয়ামের ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ওই ট্রেনের ভাড়া এবং সামগ্রিক খরচ ছাড়া নিখরচায় নরেন্দ্র মোদী সরকারের রেলমন্ত্রক এই ব্যবস্থা করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।
এখানেই শেষ নয়। এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে খারিজ হয়ে যাওয়ায় রেলবোর্ডের অন্যতম এক্সিকিউটিভ ডিরেক্টর (আই অ্যান্ড পি) রাজেশ দত্ত বাজপাল লিখিতভাবে সে কথা জানিয়ে দিয়েছেন খোদ বসু পরিবারের মুখপাত্র তথা নেতাজির নাতি চন্দ্রকুমার বসুকে। তিনি নেতাজির ১২৫তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর গঠিত কমিটির অন্যতম সদস্য। তাই তিনি প্রধানমন্ত্রীকে তিন মাস আগে এই মোবাইল মিউজিয়াম করার প্রস্তাব দিয়েছিলেন। এবার এই রেলকর্তা চিঠি পাঠিয়ে চন্দ্রবাবুকে জানিয়ে দিয়েছেন সেটা বাস্তবায়িত হচ্ছে না।
রেলমন্ত্রকের এই চিঠি পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ চন্দ্রবাবু। নেতাজিকে শ্রদ্ধা জানানোর পরিবর্তে রেলমন্ত্রকের বিপুল খরচের অজুহাতে তিনি স্তম্ভিত। এই বিষয়ে তিনি বলেন, ‘ওই রেলকর্তাকে আমি আমার জবাব পাঠিয়েছি। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য সংস্কৃতি মন্ত্রককে নোডাল এজেন্সি করা হয়েছে। তাই রেলকে ওই মন্ত্রকের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করতে বলেছি। তবে প্রধানমন্ত্রীর অফিস ঘুরে আসা আমার প্রস্তাব সম্বলিত চিঠির পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রক যেভাবে খরচের প্রশ্ন তুলেছে তাতে আমাদের গোটা পরিবার এবং অসংখ্য নেতাজি অনুগামী আশ্চর্যবোধ করছি।’