সদ্য ত্রিপুরা পুরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রধান বিরোধী দল হয়েছে তৃণমূল। তাই এবার তাঁরা বিরোধী দলের রূপ দেখাতে চায় বিপ্লব দেবের সরকারকে। এই রাজ্যেও তৃণমূল বিরোধী দল থেকেই শাসনক্ষমতায় পৌঁছেছিল। তাই এবার লাগাতার আন্দোলনে নামতে চাইছে ঘাসফুল শিবির। যা ২০২২ সাল থেকেই শুরু হবে। আগামী ৫ জানুয়ারি রাজভবন অভিযান করবে তৃণমূল।
আগামী ২০২৩ সালে এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই একদিকে সংগঠন মজবুত করা অন্যদিকে দফায় দফায় আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। কারণ ২০২৩ সালের নির্বাচনে অলআউট নামবে তৃণমূল। তাই এখন থেকেই ঘর গোছাতে চাইতে তারা। ইতিমধ্যেই দলের নেতা–কর্মীদের বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরায় ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই বিষয়ে ত্রিপুরার তৃণমূল আহ্বায়ক সুবল ভৌমিক জানান, ১৫ দফা দাবিতে হবে এই অভিযান। তৃণমূল কংগ্রেসের অফিসের উপর হামলা, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি–সহ সবক্ষেত্র নিয়েই দাবি জানানো হবে। আগামী ৫ জানুয়ারি বিবেকানন্দ ময়দানে হবে জমায়েত। সেখান থেকে রাজভবন অভিযান করা হবে।
ত্রিপুরা পুরসভা নির্বাচনে হামলা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন তথ্য তলব করেছে। তার জবাব দিতে হবে বিপ্লব দেবের সরকারকে। এই ঘটনাকে তৃণমূল নৈতিক জয় হিসাবে দেখছে। তারপরই বৈঠক করা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজভবন অভিযানের। এই দিনে বাংলা থেকেও নেতারা আসবেন বলে সূত্রের খবর। তবে এই রাজভবন অভিযানের অনুমতি মেলে কি না সেটাই দেখার।