বাধ সাধল বৃষ্টি। ফলত জেতা ম্যাচ হাতছাড়া হল বাংলার। বিজয় হাজারে ট্রফিতে সুদীপ চট্টোপাধ্যায়দের লড়াই কঠিন হয়ে গেল। শাহবাজ আহমেদের দুরন্ত ইনিংস সত্ত্বেও বৃহস্পতিবার পুদুচেরির বিরুদ্ধে ভিজেডি নিয়মে আট রানে হেরে গিয়েছে বাংলা। মঙ্গলপুরমের কেসিএ গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক সুদীপ। আগের ম্যাচে অর্ধশতরানকারী অভিষেক দাস বৃহস্পতিবার মাত্র আট রানে ফিরে যান। তবে শ্রীবৎস গোস্বামী এবং সুদীপ বাংলার ইনিংসকে টানতে থাকেন।
এরপর শ্রীবৎস (৪৫), সুদীপ (২৭) এবং কাইফ আহমেদকে (০) হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলা। ইনিংসকে এগিয়ে নিয়ে যান ঋত্বিক রায়চৌধুরী (৩২) এবং সুমন্ত গুপ্ত (২২)। তবে বাংলাকে ভাল রানে পৌঁছতে সাহায্য করে শাহবাজের ঝোড়ো ইনিংস। মাত্র ৬০ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন শাহবাজ। মেরেছেন আটটি চার এবং চারটি ছয়। নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ২৬৪ তোলে বাংলা।
রান তাড়া করতে নেমে দুই ওপেনার রামচন্দ্রণ রঘুপতি (১৫) এবং দামোদরণ রোহিতকে (০) কম রানে ফেরালেও পুদুচেরির ইনিংস টানতে থাকেন পবন দেশপান্ডে (অপরাজিত ৬২) এবং পরস ডোগরা (অপরাজিত ৪১)। ৩০ ওভারে পুদুচ্চেরির স্কোর যখন দু’উইকেটে ১৩২, তখনই বৃষ্টি নামে। তা আর থামেনি। ভিজেডি নিয়মে পুদুচেরির লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১২৫, যে রান তারা ইতিমধ্যেই তুলে ফেলেছিল। ফলে জিতে যায় তারা। একদিনের বিরতির পর সুদীপদের পরের ম্যাচ সৈয়দ মুস্তাক আলি ট্রফি জয়ী তামিলনাড়ু এবং মুম্বইয়ের বিপক্ষে। পরের দু’টি ম্যাচই কঠিন হতে চলেছে বাংলার কাছে।