শুক্রবার সাতসকালে হরিয়ানার রোহতকের একটি চার্চে হামলা চালাল হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই এই চার্চ থেকে জোর করে ধর্মান্তকরণ করা হচ্ছে। এই নিয়ে অতীতে চার্চ কর্তৃপক্ষকে স্থানীয় বাসিন্দারা সাবধান করলেও শোনেননি। তাই এই হামলা।
রোহতকের এই চার্চের বিরুদ্ধে পুলিশেও অভিযোগ দায়ের হয়েছে। তবে ধর্মান্তকরণ চালানোর কোনও প্রমাণ তারা পায়নি। এরপরই এদিন সকালে হিন্দুত্ববাদী সংগঠন এবং স্থানীয় বাসিন্দারা জোর করে চার্চে ঢুকে পড়ে। যদিও পুলিশি বাধার মুখে ফিরেও যায় তারা।
চার্চের ফাদার বলেন, ‘সাধারণ মানুষ প্রার্থনা করতে আসেন এখানে। আর পাঁচটা ধর্মীয় স্থানের মতোই এটাও পুজো ও প্রার্থনার জায়গা। এখানে অন্য কিছু হয়নি, হয় না’। তিনি জানান, গতকাল সন্ধেয় পুলিশ আসে তাঁদের চার্চ, জানায় ধর্মান্তরের অভিযোগ উঠেছে চার্চের বিরুদ্ধে। পুলিশ সব খতিয়ে দেখে চলে যায়। তার পরেই হামলা।
প্রসঙ্গত, বিজেপি-শাসিত হরিয়ানায় কয়েক দিন ধরেই আলোচিত হচ্ছে উত্তরপ্রদেশের মতো ধর্মান্তরণ-বিরোধী আইন আনা নিয়ে। সরকারি স্তরে পরিকল্পনা চলছে এই নিয়ে। তার মধ্যেই হিন্দুত্ববাদীদের হামলার ঘটনা ঘটে গেল চার্চে। আপাতত ওই চার্চে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন রোহতকের ডেপুটি পুলিশ কমিশনার ক্যাপ্টেন মনোজ কুমার।