নারী নির্যাতন থেকে শুরু করে খুন, ধর্ষণ— যোগী আদিত্যনাথের আমলে বারবারই সামনে এসেছে উত্তরপ্রদেশে মহিলাদের দুরাবস্থার কথা। এবার ফের লজ্জা যোগী রাজ্যে। এবার সেখানে ১৩ বছরের এক ছেলে একটি তিন বছরের মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। খবর প্রকাশ্যে আসার পরেই উঠেছে নিন্দার ঝড়।
ঘটনাটি ঘটেছে রবিবার উত্তরপ্রদেশের কানপুরের বিধনু থানার অন্তর্গত একটি পাড়ায়। তিন বছর বয়সী শিশুটির বাবা পুলিশের কাছে অভিযোগে দায়ের করে বলেছেন, রবিবার তিনি কাজের জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন। বাড়িতে ছিল তাঁর স্ত্রী এবং তাঁদের তিন বছরের কন্যা। সেই সময়েই তাঁদের প্রতিবেশীর ১৩ বছরের ছেলে একটি অশ্লীল ভিডিও ক্লিপ দেখিয়ে তিন বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে।
নাবালিকার মা-ও জানিয়েছেন, তাঁদের মেয়েকে একটি অশ্লীল ক্লিপ দেখিয়ে যৌন নির্যাতন করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে বাড়ির বাইরে ফেলে দেয়। পরে, নাবালিকার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হতে দেখেই তিনি ঘটনাটি নাবালিকার দাদু-দিদাকে জানান। তাঁরা কিশোরকে মারধর করেন বলেও জানা গিয়েছে।
পরে মেয়েটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু শিশুকন্যার অবস্থা রাতে আবার খারাপ হয়ে যায়। সোমবার মেয়েটির বাবা পুলিশের কাছে গিয়ে ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে নাবালক অভিযুক্তকে আটক করে। আইন মেনে অভিযুক্তকে সংশোধনাগারে রাখা হবে বলে জানিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা।