বরোদাকে হারিয়ে বিজয় হাজারে ট্রফির শুরুটা ভাল করল বাংলা। বুধবার প্রথম ম্যাচে ২৭ রানে হারিয়ে দিল বরোদাকে। তুখোড় বোলিং করে বাংলাকে জয় এনে দিলেন বোলাররা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বরোদা অধিনায়ক কেদার দেবধর। প্রথম ওভারেই ফিরে যান শ্রীবৎস গোস্বামী। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়ও বেশিক্ষণ টিকতে পারেননি। ফিরে যান ১৪ রানে। দু’উইকেট হারানোর পর বাংলার হাল ধরেন অভিষেক দাস এবং কাইফ আহমেদ। দু’জনে মিলে তৃতীয় উইকেটে ৫৮ রান যোগ করেন।
এরপর ব্যক্তিগত ৬২ রানের মাথায় ফিরে যান অভিষেক। এরপর সুমন্ত গুপ্তকে (১৬) হারায় বাংলা। পঞ্চম উইকেটে ফের পঞ্চাশের জুটি হয়। কাইফ এবং ঋত্বিক রায়চৌধুরী বাংলার ইনিংসকে টানতে থাকেন। কাইফ ৬৭ এবং ঋত্বিক ৪৮ রানে আউট হন। দু’বল বাকি থাকতেই ২৩০ রানে অলআউট হয়ে যায় বাংলা। বরোদার অতীত শেঠ ৬২ রানে ৪ উইকেট নেন। জবাবে বাংলার বোলাররাও দাপট দেখান। কেদার (৩৫), প্রত্যুষ কুমার (৩৮) এবং ক্রুণাল পাণ্ডিয়া (৩৯) চেষ্টা করলেও বেশিক্ষণ থাকতে পারেননি। ২০৩ রানেই শেষ হয়ে যায় বরোদার ইনিংস। বাংলার আকাশদীপ ৩ উইকেট নেন। দু’টি করে উইকেট মুকেশ কুমার, শাহবাজ আহমেদ এবং ঋত্বিক চট্টোপাধ্যায়ের।
