বরফ গলার ইঙ্গিত আগেই মিলেছিল। এবার হয়ত সমাধান সূত্রও মিলেছে। ‘এমএসপি-সহ সব দাবি মানা হবে’ জানিয়ে কৃষকদের চিঠি দিল কেন্দ্র। এবার কৃষকরা আন্দোলন প্রত্যাহার করবে কি-না তা নিয়ে জল্পনা তুঙ্গে।
জানা গিয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবির ক্ষেত্রে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এই নিয়ে কৃষকদের দাবি খতিযে দেখতে একটি কমিটি গঠন করার কথা বলেছে কেন্দ্র। সেখানে কিষাণ মোর্চার সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে থাকা পুলিশ কেস প্রত্যাহার করার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
এদিকে আর কয়েক মাসের মধ্যেই পঞ্জাব, উত্তরপ্রদেশসহ পাঁচ রাজ্যে নির্বাচন। এই আবহে উত্তরপ্রদেশে ইতিমধ্যেই যোগী প্রশাসন কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাবার করা শুরু করে দিয়েছে। এদিকে ক্ষতিপূরণের বিষয়ে কেন্দ্র সরাসরি কোনও পদক্ষেপ না নিলেও বিজেপি শাসিত উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সরকার এই ক্ষেত্রে পদক্ষেপ নেবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
মঙ্গলবারই জানা গিয়েছিল, কৃষকদের অধিকাংশ দাবিই সরকার মেনে নেওয়ায় ধীরে ধীরে আন্দোলনের পথ থেকে সরে আসতে রাজি হচ্ছেন কৃষক নেতারা। কৃষক সংগঠনগুলির কাছে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এর পাশাপাশি খড়কুটো পোড়ানো সহ সমস্ত পুলিশি মামলাগুলিও প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।