বরাবরই উর্দুর বিরোধিতা করে আসতে দেখা গয়েছে গেরুয়া শিবিরকে। এবার সেই তারাই নিজেদের স্লোগানে উর্দু শব্দের ব্যবহার করেছে। ‘ইমানদার’, ‘কাম’ ও ‘দমদার’- সম্প্রতি উত্তরপ্রদেশ বিজেপির স্লোগানে শোনা গিয়েছে এই তিনটি উর্দু শব্দ। স্বাভাবিকভাবেই এ নিয়ে গেরুয়া বাহিনীর দিকে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। বিষয়টি নিয়ে টুইট করেছেন গীতিকার জাভেদ আখতারও। টুইটে তিনি লিখেছেন, ‘ইউপি বিজেপির স্লোগান ‘সোচ ইমানদার, কাম দমদার’ চারটি শব্দের মধ্যে ইমানদার, কাম এবং দমদার রয়েছে দেখে ভালো লাগছে। যা আদতে ‘সৎ’, ‘কাজ’ এবং ‘শক্তিশালী’ শব্দের প্রতিরূপ।’
প্রসঙ্গত, গত দীপাবলির সময় ফ্যাব ইন্ডিয়া তাদের একটি বিজ্ঞাপনে ‘জশন-ই-রিওয়াজ’ শব্দবন্ধনী ব্যবহার করার পরে উর্দুপ্রীতির অভিযোগ তুলে ব্র্যান্ডটির বিরুদ্ধে ভার্চুয়াল দুনিয়ায় রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছিল একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। এমনকি বিজেপির অনেক নেতামন্ত্রীও সোশ্যাল মিডিয়ায় ফ্যাব ইন্ডিয়াকে একহাত নিয়েছিলেন। বিজেপি সাংসদ তেজস্বী সূর্য বিজ্ঞাপনটিকে সেইসময় ‘হিন্দু উৎসবকে অবজ্ঞা করার ইচ্ছাকৃত প্রচেষ্টা’ বলে অভিহিত করেছিলেন। চরম সমালোচনার মুখে পড়ে ফ্যাব ইন্ডিয়া পরে বিজ্ঞাপনটি মুছে দেয়। বর্তমানে সেই বিজেপিই নিজেদের রাজনৈতিক প্রচারে ব্যবহার করছে সেই উর্দু ভাষাই। যা নিয়ে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাদের।
