মঙ্গলবার তৃণমূলের সাংসদীয় কমিটির বৈঠকে ফের কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখার বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিরোধী ঐক্য প্রসঙ্গে কংগ্রেস দ্বিচারিতা করছে। বাংলায় তারা তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, আবার তৃণমূল যখন অন্য রাজ্যে যাচ্ছে কংগ্রেস তখন বিরোধী ঐক্য ভাঙার অভিযোগ তুলছে।
প্রসঙ্গত, এদিন সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লী গিয়েছেন অভিষেক। রাজধানীতে পৌঁছে তিনি প্রথমে তৃণমূল সাংসদদের ধর্না মঞ্চে যান। এর পর, সংসদে দলের লড়াইয়ের কৌশল কী হবে তা নিয়ে দলীয় সংসদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকে অভিষেক সাংসদের বলেন, “বাংলায় আমাদের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস। আমরা গোয়ার মতো রাজ্যে গেলেই প্রশ্ন উঠছে বিরোধী ঐক্য নিয়ে।” ডায়মন্ডহারবারের সাংসদ আরও বলেন, “কংগ্রেসের চেয়ে আমাদের কৌশল ভিন্ন হতে হবে। এর পর আমরা কোন রাজ্য যাব তা এখনই প্রকাশ্যে আনছি না। যে রাজ্যে ছাপ ফেলতে পারব সেখানে যাব।” বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বার্তা দিয়ে দিয়ে তিনি বলেন, “বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ চলবে। জনগণের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।” এই বৈঠকে যে সাংসদরা উপস্থিত ছিলেন না তাদের ‘শো-কজ’ করা হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, রাজ্যসভা থেকে দোলা সেন ও শান্তা ছেত্রীর মতো সাংসদদের সাসপেন্ড করার পর লাগাতার গান্ধী মূর্তির পাদদেশে ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছে তৃণমূল। দিল্লী বিমানবন্দরে নেমে অভিষেক সোজা চলে যান সেই ধর্না মঞ্চে। সাংসদদের সঙ্গে ধর্নাতেও বসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শান্তনু সেন ও অপরূপা পোদ্দারও।