বুধবারই হরিয়ানায় উদ্বোধন হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের। গুরগাঁওয়ে উদ্বোধন হবে এই কার্যালয়ের। দলের তরফে উপস্থিত থাকবেন হরিয়ানার পর্যবেক্ষক সাংসদ সুখেন্দুশেখর রায়। এরপর হরিয়ানার ২২টি জেলাতেই একটি করে জেলা পার্টি অফিস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এপ্রসঙ্গে সুখেন্দুশেখর রায় বলেন, হরিয়ানা তৃণমূল কংগ্রেসের প্রধান অশোক তানওয়ার ও সেখানকার ২২টি জেলার শতাধিক নেতার সঙ্গে দিল্লীতে দীর্ঘ বৈঠক হয়। সেখানে আগামী দিনে দলের একগুচ্ছ কর্মসূচী নিয়ে কথা হয়। তার মধ্যে দলীয় কার্যালয় খোলার বিষয়েও সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী আগামী বুধবার গুরগাঁওতে প্রথম দলীয় কার্যালয়ের উদ্বোধন হতে যাচ্ছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় আগাম শুভেচ্ছাও জানিয়েছেন টিম হরিয়ানা তৃণমূল কংগ্রেসকে।
উল্লেখ্য, হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি অশোক তানওয়ারের যথেষ্ট রাজনৈতিক প্রতিপত্তি রয়েছে। তিনি তৃণমূল কংগ্রেসে জোগ দেওয়ার পর কলকাতায় তাঁকে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকেও ডাকা হয়। সকলের সঙ্গে পরিচয় করানো হয়। হরিয়ানায় রাজনৈতিক কর্মসূচী নিয়ে যাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সেখানে সাংগঠনিক কাজ জোরদার ভাবে শুরু করছে হরিয়ানা তৃণমূল কংগ্রেস।