এর আগে পড়ুয়াদের জন্য স্টুডেন্টস ক্রেডিট কার্ড চালু করেছেন তিনি। তাঁর উদ্যোগে মৎস্যজীবীদের জন্যও চালু হচ্ছে বিশেষ কার্ড। এবার শিল্পীদেরও পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক থেকে নয়া প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি। সঙ্গে জানালেন দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ের শুরুর দিনক্ষণ।
মঙ্গলবার ছিল উত্তর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক। সেখান থেকে দুই জেলায় চলতে থাকা সরকারি প্রকল্পের খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী। জানতে চান, সকলে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পেয়েছেন কিনা। তার পরই নতুন দুই কার্ডের কথা জানান তিনি। যদিও মৎস্যজীবীদের জন্য বিশেষ কার্ডের কথা হাওড়ার প্রশাসনিক বৈঠকেই ঘোষণা করেছিলেন। এবার ঘোষণা করলেন শিল্পীদের জন্য ‘আর্টিসন’ কার্ডের কথা। দুয়ারে সরকারের দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প থেকে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডে বিশেষ সুবিধা পাবেন শিল্পীরা।
প্রসঙ্গত, রাজ্যবাসীকে সমস্ত প্রশাসনিক সুযোগ-সুবিধা পৌঁছে দিতে চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। নতুন বছরের প্রথম দিন থেকেই বসছে দুয়ারে সরকার ক্যাম্প। ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প। ক্যাম্পের দ্বিতীয় পর্যায় চলবে জানুয়ারির ২০ থেকে ৩০ তারিখ পর্যন্ত। এদিন কর্মসংস্থানের নতুন দিশাও দেখান মুখ্যমন্ত্রী। রাজ্যে কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র শিল্পে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া কালিয়াগঞ্জে ইনডাস্ট্রিয়াল পার্ক তৈরি থেকে তাঁতিদের জন্য তিন বছরের সরকারি অর্ডার চালুর একগুচ্ছ ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।