রবিবার ভোরে নাগাল্যান্ডে জঙ্গী দমন অভিযানে গিয়ে ভুল করে নিরীহ গ্রামবাসীদের ওপরে গুলি চালিয়েছে আসাম রাইফেলস। যার ফলে প্রাণ গিয়েছে ১৪ জনের। নিহত গিয়েছেন এক সেনা জওয়ানও। যা নিয়ে তোলপাড় গোটা দেশ। এবার এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে প্রতিরক্ষা সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং নাগাল্যান্ডের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজি-কে নোটিস পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। আগামী ৬ সপ্তাহের মধ্যে দিতে হবে রিপোর্ট।
রিপোর্টে উল্লেখ করতে হবে নাগাল্যান্ড সরকারের তৈরি বিশেষ তদন্তকারী দল বা সিট -এর তদন্ত রিপোর্টও। অন্যদিকে, এ দিন সংসদে দাঁড়িয়ে নাগাল্যান্ডে সেনাবাহিনীর গুলিতে গ্রামবাসীর মৃত্যুর ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, ভুল বোঝাবুঝিতেই প্রাণ গিয়েছে নিরীহ গ্রামবাসীদের। তাঁদের পরিচয় বুঝতে না পেরেই গুলি চালিয়েছিল সেনা।
