মঙ্গলবার কর্ণজোড়ায় দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিধায়কদের মুখে দাবি দাওয়া শুনে ক্ষোভ উগরে দিয়ে বললেন, ‘ম্যাজিশিয়ান ডেকে আনুন। তাঁকে বলুন টাকা বের করতে’।
এদিনের প্রশাসনিক বৈঠকে ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরীর মুখে পৃথক সাব-ডিভিশন, পৃথক জেলার দাবি শুনে রেগে যান মুখ্যমন্ত্রী। বলেন, ‘এরপর তো অফিসার পাওয়া যাবে না। সদ্যই এতগুলি জেলাকে ভেঙে দেওয়া হয়েছে। ভৌগোলিক অবস্থান, দূরত্ব দেখে দাবি করুন! সুন্দরবন কতটা বড় জানেন? এবার তো বলবেন ঘরের মধ্যে সাব ডিভিশন করে দিন। সদ্য জিতেছেন এবার ভালো করে কাজ করুন’।
এরপরই টেনে আনেন রাজ্যের কোষাগারের টানাটানির প্রসঙ্গও। মমতা বলেন, ‘আপনারা একটা কাজ করুন। ম্যাজিশিয়ান নিয়ে আসুন, তাঁকে বলুন টাকা দিতে। লক্ষ্মীর ভাণ্ডারে আমার কোটি কোটি টাকা যাচ্ছে। কেন্দ্র একটা টাকা দেয় না। কোভিডে সব বন্ধ। কোনও আর্নিং নেই। সব বার্নিং। আগামী ২ বছর কিছু চাইবেন না। এখন ভালো করে কাজ করুন।’
বৈঠক থেকে পুরভোট নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর। জানিয়ে দেন, ‘আগামী ২-৩ মাসের মধ্যে সমস্ত পুরভোট হবে।’ একইসঙ্গে গত দুয়ারে সরকারে ৩ কোটিরও বেশি মানুষ সুবিধা পেয়েছেন বলে জানান তিনি। কোভিড পরিস্থিতিতে বড় মাঠে দুয়ারে সরকার প্রকল্পের আয়োজন করার নির্দেশ দিয়েছেন মমতা।