অচিরেই নৈরাশ্য নেমে এল পদ্মশিবিরে? ইঙ্গিত খানিক তেমনই। জয় দূর অস্ত, বরং কলকাতার পুরভোটে দলকে অদ্ভুত টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী৷ বিরোধী দলনেতার পরামর্শ, কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে অন্তত দশটিতে জয় নিশ্চিত করতেই হবে বিজেপিকে৷ তার জন্য প্রয়োজনে তিনি নিজে মাঠে নামবেন বলেও দলীয় নেতা, কর্মীদের আশ্বস্ত করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার আইসিসিআরে কলকাতা জেলা বিজেপির প্রার্থী ও সংগঠকদের জন্য বৈঠক করেন শুভেন্দু অধিকারী৷ সেই বৈঠকেই বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন বিরোধী দলনেতা৷ তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, পুরভোট নিয়ে রাজ্য বিজেপি নেতারা মুখে যে দাবিই করুন না কেন, বাস্তব পরিস্থিতি বুঝে আশাবাদী নন তাঁরাও৷
এদিন শুভেন্দু জানান, “২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি প্রায় ৫০টা ওয়ার্ডে জিতেছিল। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে আমাদের নিশ্চিত জয়ের জন্য ১০টি ওয়ার্ড টার্গেট করতে হবে। এই দশটি ওয়ার্ডে আমি নিজে নেতা হিসেবে নয়, সাধারণ কর্মীর মতো কাজ করব৷” কোনও সমস্যায় পড়লে প্রার্থী, কর্মীরা যাতে তাঁকে জানাতে পারেন, সেই জন্য নিজের হোয়্যাটসঅ্যাপ নম্বরও দিয়ে দেন বিরোধী দলনেতা৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, পুরভোট নিয়ে কলকাতা হাইকোর্ট মঙ্গলবার কী রায় দেয়, তা দেখে রাজ্য নির্বাচন কমিশনে যাবে বিজেপি৷ ভোটে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে কমিশনে দরবার করবে তারা৷ যদিও কমিশনে কী হল না হল তা নিয়ে না ভেবে নেতা, কর্মীদের প্রচারে জোর দিতে বলেন বিরোধী দলনেতা।
