আতঙ্কের নয়া নাম ওমিক্রন। ইতিমধ্যেই দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা উস্কে দিয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। তবে স্বস্তি দিয়ে মঙ্গলবার ফের পতন দেশের কোভিড গ্রাফে। এবার ফের ৬ হাজারের ঘরে নামল দৈনিক সংক্রমণ। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮২২ জন। যা গত ৫৫৮ দিনের মধ্যে সর্বনিম্ন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৪৮ হাজার ৩৮৩।
অন্যদিকে, দৈনিক আক্রান্ত কমলেও এদিন সামান্য বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২২০ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৭৩ হাজার ৭৫৭ জন। এদিকে, দেশে করোনার কবল থেকে মুক্ত হয়েছেন মোট ৩ কোটি ৪০ লক্ষ ৭১ হাজার ৬১২ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ হাজার ৪ জন। আবার, সংক্রমণ কম হওয়ায় গত ২৪ ঘন্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ৯৫ হাজার ১৪ জন। যা গত ৫৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন।
