জঙ্গী সন্দেহে নাগাল্যান্ডে অভিযান চালিয়েছিল সেনা। আর সেই অভিযানের জেরেই এখনও পর্যন্ত ১৪ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মারা গিয়েছেন একজন সেনা জওয়ানও। অর্থাৎ সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৫। আহত বহু। এ নিয়েই চরমে উঠল কেন্দ্র-রাজ্য সংঘাত। সেনাবাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ। সূত্রের খবর, ইচ্ছাকৃতভাবে সেনারা নিরীহ গ্রামবাসীদের টার্গেট করেছে বলেই উল্লেখ রয়েছে এফআইআরে।
প্রসঙ্গত, শনিবার রাতে নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামে সন্ত্রাস দমন অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, সে সময় স্থানীয় জঙ্গি সংঠন এনএসসিএন-এর (খাপলাং) সঙ্গে জড়িত সন্দেহে নিরীহ সাধারণ নাগরিকদের উপর গুলি চালান নিরাপত্তারক্ষীরা। ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। তারপর থেকে উত্তপ্ত গোটা এলাকা। এই ঘটনায় সেনার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে নাগাল্যান্ড পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। মেজর জেনারেল পদের আধিকারিক ঘটনার তদন্ত করবেন বলেই জানা গিয়েছে।