হাতে আর বেশিদিন বাকি নেই। আগামী বছরেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর সেই ভোটের আগেই সে রাজ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচীর আয়োজন করছে তৃণমূল। দলীয় সূত্রে জানা গিয়েছে, জানুয়ারির মাঝামাঝি বারাণসীতে যাওয়ার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, জাতীয় স্তরে তৃণমূলের নেতৃত্বে বিজেপি বিরোধী জোটে আগ্রহ দেখিয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। শুধু তা-ই নয়, এই জোট গঠনে কংগ্রেস সম্পর্কে মমতা যে অবস্থান নিয়েছেন, অখিলেশের অবস্থানও সেই রকমই। এই অবস্থায় উত্তরপ্রদেশে মমতার সফর ঘিরে বিরোধী শিবিরের চেহারা আরও খানিকটা স্পষ্ট হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক শিবির।
সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া নেতা ললিতেশ পতি ত্রিপাঠি রবিবার সংবাদসংস্থাকে মমতার উত্তরপ্রদেশ সফরের কথা জানিয়েছেন। অখিলেশের সঙ্গে মমতার রাজনৈতিক বোঝাপড়া নিয়েও আশাবাদী তিনি। সংবাদসংস্থাকে ললিতেশ জানিয়েছেন, অখিলেশ সমর্থন চাইলে তা দেবেন বলে মমতা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন।