এতদিন জানা ছিল, কুকুর-বিড়াল বা কাক মুখে খাবার তুলে নিয়ে চম্পট দেয়। কিন্তু সেসব কিছুকে ছাপিয়ে গেল উত্তরপ্রদেশের কানপুরে এক ছাগলের কাণ্ড। এবার যোগী রাজ্যের সরকারি দফতরে ঢুকে কাগজপত্র মুখে নিয়ে দৌড়ে পালাল ওই ছাগলটি। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যোগী সরকারের দিকে ধেয়ে আসছে নেটিজেনদের একের পর এক বিদ্রূপ, কটাক্ষ।
কানপুরের চৌবেপুর ব্লকের পঞ্চায়েত সচিবের অফিসের একটি ফাঁকা ঘরে ঢুকে পড়েছিল সেই ছাগল। তখন কারও নজরে পড়েনি। কিছুক্ষণ বাদেই বাইরে বসে থাকা কয়েকজন কর্মীর চোখে পড়ে, ঘর থেকে মুখে একতাড়া সরকারি কাগজপত্র নিয়ে বেরিয়ে আসছে ছাগলটি। সেগুলি উদ্ধার করতে এক কর্মী ছুটে যেতেই দৌড়তে থাকে ছাগল।
ভিডিয়োতে দেখা গিয়েছে, একজন ছাগলের পিছনে দৌড়চ্ছেন, আরেকজন চিৎকার করছেন, আরে ইয়ার তু দে! ছাগলটি রীতিমতো তাঁদের দৌড় করায়। ছাগলের সরকারি নথি মুখে করে দৌড়নোর দৃশ্য দেখে রীতিমতো হুলস্থূল পড়ে যায় গোটা দফতরে। শেষ পর্যন্ত ছাগলটিকে বাগে এনে কাগজপত্র উদ্ধার করা হলেও ততক্ষণে অনেক কাগজই চিবিয়ে ছিঁড়ে ফেলেছে সে। এই ঘটনার জন্য যোগী রাজ্যের সরকারি দফতরের কর্মীদের উদাসীনতা, গা ছাড়া মনোভাবই যে দায়ী, তা স্পষ্ট।