একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। ইতিমধ্যেই ত্রিপুরার মাটিতে বিরোধী দলের তকমা আদায় করে নিয়েছে তারা। এবার চলছে গোয়া, মেঘালয়ে চলছে সংগঠনকে শক্তিশালী করার কাজ। ইতিমধ্যেই জানা গিয়েছে, ফের গোয়া সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। শুধু তাই নয়, শিলং সফরেও যেতে পারেন মমতা।
সূত্রের খবর, আগামী ১৩ ডিসেম্বর গোয়া যেতে পারেন দু’জনে। মাত্র দু’দিনের সফরে ঠাসা কর্মসূচী রয়েছে। সেখানে মূলত সংগঠন বিস্তারের কাজই করবেন দলনেত্রী। প্রসঙ্গত, এই মুহূর্তে ত্রিপুরার বাইরে পশ্চিম ভারতের সৈকত রাজ্যে সংগঠন বিস্তারে ঝাঁপিয়ে পড়েছে বাংলার শাসকদল। ইতিমধ্যে দলনেত্রী গোয়ায় ঘুরে এসেছেন। তাঁর হাত ধরে সেখানে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন খ্যাতনামা টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি, গায়ক রেমো ফার্নান্ডেজ। অন্যদিকে, মেঘালয়েও কিছু দিন আগেই কংগ্রেস ছেড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ১২ কংগ্রেস নেতা। দল ছেড়ে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূলে যোগদান করেছিলেন। এবার সে রাজ্যে সংগঠনকে মজবুত করতে শিলং সফরে যেতে পারেন মমতা।
