রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামনেতা ক্ষিতি গোস্বামীর কন্যা হলেও তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’র জন্য কলম ধরেছিলেন বসুন্ধরা গোস্বামী। এবার তাঁকে পুরভোটে প্রার্থী করে চমক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন ক্ষিতি-কন্যা। ভোট প্রচারে বেরিয়ে এলাকার মানুষের অভাব অভিযোগ মন দিয়ে শুনছেন তিনি৷ স্থানীয় সমস্যার কথা নোটবুকে লিখেও রাখছেন৷
প্রসঙ্গত, দিন দুয়েক আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বসুন্ধরা। সকাল-বিকেল জোর কদমে চালাচ্ছেন প্রচার। বৃহস্পতিবার সকালে ৯৬ নম্বর ওয়ার্ডের বিজয়গড়, মহেন্দ্রগড় এলাকায় বাড়ি বাড়ি প্রচার সারেন তিনি। বাবা বাম আমলের মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামী, কিন্তু ভোট প্রচারে বসুন্ধরার সটান উত্তর, ভোটের ময়দানে বাবা-দাদার পরিচয় আসল নয়, রাস্তায় নেমে মানুষের কাজ করা আসল। তাই একদা বাম দুর্গ বলে পরিচিত যাদবপুরে এক বাম নেতার মেয়ে ডানপন্থী দলের প্রার্থী হয়েও কোনও সমস্যা নেই বলেই জানালেন বসুন্ধরা।
প্রচারে বেরিয়ে সকলের অভিযোগ ও সমস্যার কথা এখন লিপিবদ্ধ করে রাখছেন তিনি। যাতে ২১ ডিসেম্বরের পর এলাকার কাউন্সিলর নির্বাচিত হলে সমস্যাগুলির সমাধান করতে পারেন। শুধু তাই নয়। প্রচারে বেরিয়ে একটু ব্যতিক্রমী প্রতিশ্রুতিই দিচ্ছেন বসুন্ধরা৷ যেমন প্রাকৃতিক উপাদানগুলিকে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করতে চান তিনি। যেমন বৃষ্টির জল প্রতিটি আবাসনে হোক বা বাড়ির ছাদে সংগ্রহ করে তাকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে তাঁর। একই সঙ্গে নাগরিক পরিষেবা যাতে পৌঁছে দিতে পারেন, সেই দিকেও নজর থাকবে বলে জানালেন বসু্ন্ধরা।