বিতর্কিত বা হাস্যকর মন্তব্য করায় গেরুয়া শিবিরের নেতা নেত্রীদের জুড়ি মেলা ভার। সেই তালিকায় যেমন রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, তেমনি রয়েছে বাংলার প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। এবার তাতেই নয়া সংযোজন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম। তিনি মন্তব্য করেছেন যে, এদেশে মোগল সম্রাট বাবর এসে রাজত্ব করার আগে পর্যন্ত সকলেই ছিল হিন্দু। কোনও অন্য ধর্মের মানুষ তার আগে ভারতে থাকতেন না। বাইরের দেশে যে সমস্ত হিন্দুরা অসুবিধায় পড়েছেন তাঁদের এদেশে স্বাগত জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী। বলেছেন, পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা এই দেশে চলে আসতে পারেন, কারণ হিন্দুরাই এখানে সংখ্যাগরিষ্ঠ।
প্রসঙ্গত, এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে সিএএ নিয়ে প্রশ্ন করা হয় হিমন্ত বিশ্বশর্মাকে। সেখানেই তিনি বলেন, ভারত হিন্দুপ্রধান দেশ। বিদেশে কোথাও হিন্দুরা সমস্যায় পড়লে এখানে সকলকে স্বাগত। সমস্ত হিন্দুর শিকড় এই ভারতবর্ষ। কারণ বাবর আসার আগে সকলেই এখানে হিন্দু ছিলেন। যদিও নিজেকে অত্যন্ত ধর্মনিরপেক্ষ বলেই দাবি করেছেন হিমন্ত বিশ্বশর্মা। তবে তিনি বলেছেন, কেউ আজকাল মন্দির তৈরি বা সংস্কার করতে চাইলেই তাঁকে সাম্প্রদায়িক বলে দেগে দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়। শুধু মন্দিরই কেন? আমি একজন হিন্দু। আর হিন্দু হিসেবে আমি যে কোনও ধর্মনিরপেক্ষ মানুষের চেয়েও অনেক বেশি ধর্মনিরপেক্ষ।
