ভয় ছিল। সেটাই সত্যি হল। করোনার নতুন স্ট্রেন ওমিক্রনের সন্ধান মিলল ভারতে। বৃহস্পতিবার বিকালে সাংবাদিক সম্মেলনে এই খবর জানাল কেন্দ্র সরকার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে দুজনের শরীরে ওমিক্রনের সন্ধান মিলেছে। মারণ ভাইরাসে আক্রান্ত ওই দুই ব্যক্তি কর্ণাটকের বাসিন্দা। দুজনেই পুরুষ। একজনের বয়স ৪৬ এবং অন্যজন ৬৬ বছরের বলে জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, যাঁরা আক্রান্ত দু’জনের সংস্পর্শে এসেছেন ইতিমধ্যে তাঁদের চিহ্নিত করে আইসোলেট করা হয়েছে। পাশাপাশি দেশবাসীকে সতর্কও করেছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল।
প্রসঙ্গত, ২৯টি দেশে ওমিক্রনে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩৭৩ জন কোভিডের এই নতুন রূপে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল টুইট করে জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ওমিক্রনের যে সব রোগীর হদিশ মিলেছে সকলেরই মৃদু উপসর্গ ধরা পড়েছে। এর সংক্রমণে মারাত্মক কোনও উপসর্গের কথা এখনও পর্যন্ত শোনা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কোভিডের এই নতুন রূপের প্রকৃতি নিয়ে গবেষণা করছে।’