একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই আগামী লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যে সংগঠন বিস্তার করে দলকে সর্বভারতীয় স্তরে মেলে ধরার চেষ্টা। ইতিমধ্যেই ত্রিপুরার মাটিতে বিরোধী দলের তকমা আদায় করে নিয়েছে তারা। এবার তাদের পরবর্তী টার্গেট গোয়া। তাই কলকাতা পুরভোটের মধ্যেও তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজর রয়েছে গোয়া বিধানসভা নির্বাচনের দিকে। সেই লক্ষ্যে কলকাতায় প্রচারের ভার দলীয় নেতাদের দিয়ে দু’দিনের সফরে ১৩ ডিসেম্বর গোয়ায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেমনই পরিকল্পনার কথা জানা গিয়েছে তৃণমূল সূত্রে।
প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি মাসেই গোয়ায় বিধানসভা ভোট। তাই গত ২৮ অক্টোবর মুখ্যমন্ত্রী গোয়া গিয়ে সংগঠন বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা করেছিলেন। এবার চলতি মাসেই ফের গোয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা, সঙ্গে অভিষেকও। এখনও চূড়ান্ত না হলেও, ১৩ তারিখ মুখ্যমন্ত্রী এবং অভিষেক গোয়া যাবেন ধরেই প্রচার সূচী তৈরি করছে তৃণমূল। মুম্বই থেকে ফিরে ৭ তারিখে উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা মমতার। তারপরই গোয়ায় যাবেন তিনি। সেখানে দু’দিন থেকে বেশ কিছু যোগদান কর্মসূচীর পাশাপাশি গোয়ার কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হতে পারে বলেও দলীয় সূত্রে খবর। সোমবারই কলকাতায় এসেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে এনসিপি বিধায়ক চার্চিল আলেমাও। তিনি ওইদিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গোয়া ফিরে গিয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সফরেই তিনি যোগদান করতে পারেন তৃণমূলে।
