কৃষক আন্দোলনের সময় কৃষক মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই সরকারের কাছে। সরকারের তরফে সংসদে এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী। যার প্রেক্ষিতে আগেই নিন্দা জানিয়েছিলেন কংগ্রেস নেতারা। এবার রাজ্যসভায় এই বিষয়ে স্লোগান তুলে অধিবেশন উত্তাল করে তুললেন বিরোধী সাংসদরা। লোকসভাতেও প্ল্যাকার্ড হাতে কৃষকদের ইস্যুতে সরব হয় বিরোধীরা। শুধু তাই নয়। রাজ্যসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল। কালো ব্যাচ পরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন রাহুলরা।
উল্লেখ্য, বিগত এক বছর ধরে চলা কৃষক আন্দোলন চলাকালীন বহু কৃষকের মৃত্যু হয়েছে বলে দাবি আন্দোলনকারী এবং বিরোধীদের। এই মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরব হয়েছে বিরোধীরা। এই সংক্রান্ত একটি প্রশ্ন সংসদে করা হলে সরকার জানিয়ে দেয় যে তাদের কাছে কৃষক মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য নেই। কেন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল, বিক্ষোভের সময় যারা মারা যায় তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে চায় কি না কেন্দ্র। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক সংসদে এই প্রশ্নের লিখিত জবাবে জানায়, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কাছে এই বিষয়ে (কৃষক মৃত্যু) কোনও রেকর্ড নেই এবং তাই প্রশ্নই ওঠে না।
