মঙ্গলবারই মুম্বই সফরে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে এবং শিবসেনার শীর্ষ নেতা সঞ্জয় রাউতের সঙ্গে দেখা করেছিলেন তিনি। আর আজ, বুধবার দুপুরে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেদের সঙ্গে মিলিত হবেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত থাকার কথা অভিনেত্রী স্বরা ভাস্কর, গীতিকার জাভেদ আখতার, প্রাক্তন সাংবাদিক এবং ফিল্ম মেকার প্রীতিশ নন্দী, সমাজকর্মী মেধা পাটেকরসহ বিভিন্ন মিডিয়া হাউসের বিশিষ্ট সাংবাদিকদের। গত মাসে গোয়া সফরে গিয়েও একইভাবে সেখানকার বিশিষ্টজনদের সঙ্গে কথোপকথন সেরেছিলেন মমতা।
তবে মুম্বইয়ে মমতার বৈঠকে যাঁদের উপস্থিত থাকার কথা, তাঁরা প্রত্যেকেই কট্টর বিজেপি বিরোধী বলে পরিচিত। এর আগে জাভেদ আখতারের সঙ্গে দেখা করে মমতা তাঁর কাছে আবদার করেছিলেন ‘খেলা হবে’-র হিন্দি ভার্সন লিখে দেওয়ার জন্য। সেদিন জাভেদের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী তথা শাবানা আজমিও। আর স্বরা ভাস্কর তো বিজেপি বিরোধিতা শুধু নয়, বাম রাজনৈতিক মঞ্চে উঠতেও কুণ্ঠাবোধ করেননি। গত লোকসভা ভোটে বিহারের বেগুসরাইয়ে সিপিআইয়ের প্রার্থী ছিলেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। স্বরাকে দেখা গিয়েছিল কানহাইয়ার মঞ্চে উঠে তাঁর জন্য ভোট চাইছেন। তাছাড়া মেধার সঙ্গেও মমতার সখ্য অনেকদিনের। সিঙ্গুর-নন্দীগ্রামের সময়ে প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল মেধার।