পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর ফের প্রকাশ্যে এসে পড়েছে বিজেপির গোষ্ঠীকোন্দল। কিছু ওয়ার্ডে প্রার্থী নিয়ে অন্তর্কলহ শুরু হয়ে গিয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। এরই মধ্যে বিজেপির ভারচুয়াল বৈঠক ছেড়ে ক্ষোভ দেখিয়ে বেরিয়ে যান সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বৈঠকে তখন উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন অমিতাভ চক্রবর্তী-সহ নির্বাচনী কমিটির সদস্যরা। জানা গিয়েছে, রূপা বৈঠকের মাঝখানে হঠাৎই বলেন, এরকম বৈঠকে আমাকে আর ডাকবেন না। ভারচুয়ালি সংযোগ বিচ্ছিন্নও করে দেন। রূপার ক্ষোভের কারণ অবশ্য স্পষ্ট নয় কারও কাছেই। তবে তাঁর একটি ফেসবুক পোস্ট নিয়ে গুঞ্জন মাথাচাড়া দিয়েছে। অনেকেই মনে করছেন, তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাসের প্রার্থী না করায় অসন্তুষ্ট রূপা।
মঙ্গলবার সকালে গোলমাল বাধে ৮৬ নম্বর ওয়ার্ড নিয়ে। ৮৬ নম্বর ওয়ার্ডে বিজেপির বিদায়ী কাউন্সিলর প্রয়াত তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাসের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে বাস্তবে তা হয়নি। ক্ষুব্ধ গৌরব নির্দল হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। দলের পুরনো কর্মী গৌরবের বক্তব্য, ‘কাকে সুবিধা করে দিতে বিজেপি আমাকে এই ওয়ার্ডে প্রার্থী করল না? আমি প্রার্থী হচ্ছি বলে সব ঠিক ছিল। প্রায় ১৫ বছর ধরে সক্রিয়ভাবে দলটা করে আসছি।’ ওই ওয়ার্ডেরই বাসিন্দা রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজকমল পাঠক এ নিয়ে বলেন, ‘কলকাতা বা এই ওয়ার্ডে প্রার্থী করার ক্ষেত্রে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বা পরামর্শ নেওয়া হয়নি।’ ফলে ৮৬ নম্বর ওয়ার্ডে যথেষ্ট অস্বস্তিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে ৪১ নম্বর ওয়ার্ডে প্রার্থীপদের দাবিদার প্রাক্তন যুব নেতা বর্তমানে দলের রাজ্য প্রোটোকল ইনচার্জ চন্দ্রশেখর বাসোটিয়াকে প্রার্থী না করায় পার্টি অফিসের সামনে ক্ষোভ দেখান তিনি।