ক্রিকেটারদের ধরে রাখার জন্য মঙ্গলবারই শেষ দিন আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির। কোন দল কাকে ‘রিটেন’ করবে, তা নিয়ে জল্পনা অব্যাহত ক্রিকেটমহলে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদ যে তাঁকে দলে রাখবে না, সে বিষয়ে কার্যত নিশ্চিত ডেভিড ওয়ার্নার। আইপিএলের ৮টি দল কোন কোন ক্রিকেটারকে দলে রাখবে, তা মঙ্গলবারের মধ্যেই বোর্ডকে জানিয়ে দেবে তারা। বিসিসিআই-এর তরফে তা জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, ইনস্টাগ্রামে ওয়ার্নারকে এক ভক্ত জিজ্ঞেস করেন, “হায়দ্রাবাদ আপনাকে দলে নিলে তাদের হয়ে খেলবেন?” উত্তরে ওয়ার্নার লেখেন, “ওরা নেবে না। তবে আমি তা নিয়ে কিছু করতে পারব না।” প্রসঙ্গত, আইপিএল ২০২১-এ অধিনায়কপদ থেকে ওয়ার্নারকে সরিয়ে দেয় হায়দ্রাবাদ। ৬ ম্যাচে ১৯৩ রান করা ব্যাটারকে বসিয়েও দেওয়া হয় আইপিএলের মাঝপথে। প্রথম একাদশে জায়গাই পাচ্ছিলেন না হায়দ্রাবাদকে আইপিএল জেতানো অধিনায়ক। এ বছর তাঁকে আর দলে রাখা হবে না বলেই জানিয়েছেন ওয়ার্নার। সূত্রের খবর, হায়দ্রাবাদ দলে রাখতে চলেছে কেন উইলিয়ামসনকে। তাঁকে রাখার জন্য ১৪ কোটি টাকা খরচ করতে হবে তাদের।