এবারের দিল্লী সফর শেষ করেই তিনি জানিয়ে দিয়েছিলেন, শীঘ্রই শিল্প সম্মেলনে যোগ দিতে মুম্বই পাড়ি দেবেন তিনি। সেই মতোই দু’দিনের সফরে মুম্বই যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি শিল্প সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করবেন তিনি। দেখা করবেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও। তাই তৃণমূল নেত্রীর এই মুম্বই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছিল, তিনি মুম্বইয়ের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন। কিন্তু, মমতা বলেন, ‘শারীরিক অসুস্থতার জন্য উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা হচ্ছে না। তাঁর ছেলে আদিত্য আসবে দেখা করতে।’
এদিকে দুই বছর বন্ধ থাকার পর এই বছর এপ্রিল মাসেই অনুষ্ঠিত হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। তা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন জানান, শিল্পপতিদের ডাকে তিনি মুম্বই যাচ্ছেন। সেখানে গিয়ে বাংলার শিল্প সম্মেলনের জন্য তিনি তাঁদের আমন্ত্রণ জানাবেন। পাশাপাশি বাংলাই যে শিল্পপতিদের নতুন ডেস্টিনেশন, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন মমতা। তাঁর সাফ কথা, ‘বাংলাই এখন শিল্পপতিদের প্রথম পছন্দ।’ জানা গিয়েছে, মুম্বই বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে শিবসেনা এবং এনসিপির প্রথম সারির নেতারা উপস্থিত থাকতে পারেন। রাজনৈতিক বৈঠকগুলির পাশাপাশি সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতেও যাবেন তৃণমূল নেত্রী। এরই মধ্যে তাঁর শাহরুখ খানের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা নিয়েও জল্পনা ছড়িয়েছে। যদিও এই বিষয়ে কিছু জানাননি মমতা।
