করোনার একের পর এক ঢেউ আছড়ে পড়েছিল ভারতে। এখন তার দাপট অনেকটা কম। কিন্তু কোভিড যে ক্ষত এই ক’দিনে তৈরি করে দিয়ে গেছে মানুষের মাঝে, তা হয়তো আর সেরে উঠবে না। প্রিয়জনকে হারানোর শোক তো আছেই। কিন্তু বেঙ্গালুরুতে দুই পরিবারে এতদিন পর নতুন করে যেন ধাক্কা লাগল আবার।
প্রিয়জনকে হারানোর পর কেটে গেছে প্রায় ১৭টা মাস। বেঙ্গালুরুর এমপ্লয়িস স্টেট ইনসিওরেন্স করপোরেশন অ্যান্ড মডেল হাসপাতালে গত বছরের ২ জুলাই কোভিড সংক্রমণের জেরে মৃত্যু হয়েছিল দুর্গা সুমিত্রা (৪০) এবং মুনিরাজুর (৫০)। তাঁদের পরিবার এখন এই ২০২১ সালের নভেম্বর মাসের শেষে এসে জানতে পারলেন, এখনও তাঁদের দেহ সৎকার করা হয়নি। ১৭ মাস ধরে হাসপাতালের মর্গেই পচচে দেহগুলি।
এমন খবর শুনে রীতিমতো হতভম্ব পরিবারের লোকজন। কোভিডের কারণে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তাঁরা মৃতদেহ পাননি। একবারের জন্য চোখের দেখাও দেখতে পাননি কেউ। অভিযোগ, তাঁদের বলে দেওয়া হয়েছিল হাসপাতাল থেকেই সৎকার করে দেওয়া হয়েছে দেহ। সংক্রমণের ঝুঁকি এড়াতে দেহ পরিবারের হাতে দেওয়া যাবে না।
কিন্তু এতদিন পর সেই হাসপাতালেরই এক কর্মী হঠাৎ দেখেন মর্গে এই দুই দেহ এখনও রয়ে গেছে। তাদের কোনও পরিণতি হয়নি। মাসের পর মাস ধরে মর্গে পচচে দেহ দুটি।
এই ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। কেন এমন হল, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলা হয়েছে। দেহ দুটির ময়না তদন্ত করা হবে। তারপর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে।