বছর ঘুরতেই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগেই একের পর ইস্যুতে তপ্ত লখনউয়ের রাজনীতি। একের পর এক ঘটনায় শাসক বিরোধী চাপানউতোর চলছেই। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, মূলত বিজেপি ও অখিলেশ যাদবের মধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠছে। মঙ্গলবার আবারও বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিলেন সমাজবাদী পার্টি নেতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, ‘যোগী সরকার নয়, যোগ্য সরকার চাই। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের জনতা যোগ্য সরকার গঠনের জন্যই ভোট দেবে’।
এদিন আরও একটি উল্লেখযোগ্য প্রতিশ্রুতি দেন অখিলেশ। তিনি জানিয়েছেন, রাজ্যের জনতা যদি আবার সমাজবাদী পার্টিকে ভোট দিয়ে সরকারে নিয়ে আসে তবে, কৃষক আন্দোলনের সময়ে যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে। অখিলেশ বলেন, ‘কৃষক আন্দোলনের সময়ে যে ৭০০ জন শহিদ হয়েছেন তাদের পরিবারকে কে সাহায্য করবে? সমাজবাদী পার্টি সিদ্ধান্ত নিয়েছে, যদি আমরা সরকারে আসি তবে আমার সেই মৃত কৃষকদের পরিবারকে সাহায্য করব’। তাৎপর্যপূর্ণভাবে, কাল সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল, সেই দিকে থেকে এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
আগামী বছরই উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের কথা মাথায় রেখেই ৪০৩ আসনের উত্তর প্রদেশ বিধানসভা দখলের লড়াইয়ে নিজেদের মতন করে রণকৌশল ঠিক করছে রাজনৈতিক দলগুলি। জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশের গুরুত্ব অসীম। কথিত আছে ‘দিল্লির রাস্তা উত্তর প্রদেশ হয়েই যায়’, সেই কারণে এই রাজ্যে ক্ষমতা ধরে রাখাই বিজেপির কাছে চ্যালেঞ্জ। অন্যদিকে বিজেপিকে হারিয়ে ক্ষমতা ফিরে পেতে মরিয়া অখিলেশও।