দিল্লীতে বায়ুদূষণ ভয়াবহ মাত্রা নেওয়ায় নির্মাণকাজে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ চলছে জেনে ক্ষোভ জানাল সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে এজন্য তিরস্কার করলেন প্রধান বিচারপতি এন ভি রমনা।
সিনিয়র অ্যাডভোকেট বিকাশ সিং সুপ্রিম কোর্টে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ থাকা সত্ত্বেও সেন্ট্রাল ভিস্তার কাজ পুরোদমে চলছে বলে জানালে প্রধান বিচারপতি বলেন, দূষণ রোধে আমরা হিমসিম খাচ্ছি। সেন্ট্রাল ভিস্তা বা ইন্ডাস্ট্রি বা অন্য কিছু-যেটাই হোক, আমরা ওদের ব্যাখ্যা চাইব। কিছু বিষয়ে ফোকাস করা উচিত, নইলে সেগুলি পিছনে চলে যাবে। সলিসিটর জেনারেলকে বলতে বলব। কেন্দ্রীয় সরকারের কী ভূমিকা, ওঁকে প্রশ্ন করেছি।
সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, আমরা আজ একটা হলফনামা জমা দিয়েছি। কিন্তু প্রধান বিচারপতি বলেন, আপনারা এখনই যদি কাগজপত্রের গোছা পেশ করেন, তবে কী করে আমরা পড়ব? পিটিশনাররা কাগজপত্র জমা দিয়ে ভাবেন, বিচারপতি পড়বেন না। এখন দেখছি, সরকারও তাই ভাবছে!
সুপ্রিম কোর্ট বলেছে, আজ দূষণের মাত্রা (একিউআই) ৪১৯। দিনদিন এটা বাড়ছে। প্রসঙ্গত, একিউআই ৫০-১০০র মধ্যে থাকলে সন্তোষজনক ধরা হয়। ১০১-২০০ মাঝারি। ২০১ থেকে ৩০০ র মধ্যে থাকাটা খারাপ। ৩০১ থেকে ৪০০ মধ্যে থাকলে ধরা হয় খুব খারাপ। ৪০১ থেকে ৫০০ র মধ্যে থাকলে বলা হয় বিপজ্জনক।