ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাসের শুরুতেই উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন তিনি। সেখানে প্রশাসনিক সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।
শোনা যাচ্ছে, আগামী মাসের প্রথম দিকেই সম্ভবত ৭ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই প্রথমে গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক করবেন মু্খ্যমন্ত্রী। এরপর যাবেন রায়গঞ্জে। সেখানও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।
তার ঠিক পরের দিন অর্থাৎ ৮ তারিখ মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার সমস্ত কাজের খতিয়ান নেবেন। কথা বলবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে। ৯ তারিখ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়ার কৃষ্ণনগরে। তবে সফর নিশ্চিত হলেও, দিণক্ষণ এখনও আলোচনা চলছে। ফলে বদল হতে পারে সফরসূচি।