‘আগামী সোমবার সন্ধ্যা ৭ টায় আমি জেল থেকে পরিত্রাণ পেতে চলেছি। হাইকোর্টে জামিন মঞ্জুর হওয়ার পরও কিছু আইনী কার্যকলাপ থাকে, সেই সব সম্পূর্ণ করা হয়ে গেছে। অতঃপর আমি কাল সন্ধ্যায় প্রেসিডেন্সি জেলের বাইরে পদার্পণ করব’। খাস কলকাতায় জেল হেফাজতে থাকা বিজেপি নেতার এই ফেসবুক পোস্টকে ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। কীভাবে সংশোধনাগারে বন্দি অবস্থায় থেকেও এই পোস্ট করলেন বিজেপি নেতা রাকেশ সিং?
আইনি বিশেষজ্ঞরা বলছেন, যদি ধরেও নেওয়া যায় যে, তাঁর হয়ে তাঁর কোনও পরিচিত ব্যাক্তি রাকেশ সিংয়ের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রবিবার রাতে এই পোস্টটি করেছেন তাহলে পোস্টটিতে ইংরেজি বাংলা ও হিন্দিতে লেখা দীর্ঘ যে বার্তা দেওয়া হয়েছে সেখানে ‘আমি’ বলে উল্লেখ থাকাতেই উঠছে প্রশ্ন।
মাদক কাণ্ডে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশ পূর্ব বর্ধমান থেকে রাকেশকে গ্রেফতার করে। হাইকোর্ট থেকে জামিন মিললেও বর্তমানে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। আর সেই সংশোধনাগারে বন্দি অবস্থাতেই রবিবার রাতে রাকেশ সিংয়ের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে নজরে আসে তাঁর পোস্টটি। জেলবন্দি অবস্থাতেই এর আগেও রাকেশ সিংয়ের একাধিক ফেসবুক পোস্ট নজরে এসেছে।
হাইকোর্টে জামিন পাওয়ার প্রসঙ্গ হোক কিংবা অন্য কোনও বিষয়। সাম্প্রতিককালে রাকেশ সিংয়ের অ্যাকাউন্ট থেকে এমনই বিভিন্ন পোস্টের তথ্য সামনে আসছে। তাঁর কোনও কোনও পোস্টে রাকেশ সিংয়ের হয়ে অন্য ব্যক্তির নামের উল্লেখ থাকলেও রবিবারের পোস্টে সে রকম কোনও উল্লেখ নেই।
তাই জেলবন্দি অবস্থাতে থেকে তিনিই কি এই ফেসবুক পোস্টটি করেছেন? যদি করে থাকেন তাহলে প্রশ্ন উঠছে যে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে একজন জেলবন্দির হাতে কীভাবে জেল কর্তৃপক্ষের নজর এড়িয়ে পৌঁছে গেল মোবাইল? রাকেশ সিংয়ের অ্যাকাউন্ট থেকে পোস্টের পরিপ্রেক্ষিতে কমেন্ট সেকশনে জনৈক একজন তো প্রশ্নই করে বসলেন, ‘জেলে মোবাইল ব্যবহার করা যায়?