আজ, সোমবার থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। আর তার ফলে কৃষি বিল প্রত্যাহার, ফসলের ন্যূনতম দাম নিশ্চিত করা এবং আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির মতো একাধিক ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ। কারণ রবিবারই বিরোধীরা সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে এই ব্যাপারে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। কিন্তু অধিবেশন বসার কয়েক ঘণ্টা আগেই লোকসভার স্পিকার ওম বিড়লা স্পষ্ট করে দিয়েছেন, বিরোধীদের উত্তাল প্রতিবাদের দৃশ্য লোকসভা টিভি সম্প্রচার করবে না। তাঁর মতে, সংসদ আলোচনা, বিতর্কের জায়গা। স্লোগানবাজি, পেপার ছুঁড়ে মারার জায়গা নয়।
সংসদের শীতকালীন অধিবেশন নিয়ে লোকসভার স্পিকার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে অধিবেশন পরিচালনায় সংসদ সদস্য এবং তাঁর ভূমিকা নিয়ে মুখ খুলেছেন। সেখানে সাংসদদের প্রতিবাদ-বিক্ষোভ সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন, এইসব দৃশ্য দেখে সংসদ সম্পর্কে দেশবাসীর মধ্যে ভুল ধারণা তৈরি হতে দেবেন না তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, যে তিনটি কৃষি বিল সংসদে বিল এনে বাতিল করা হচ্ছে, সেগুলি পাশ হওয়ার সময় লোকসভায় যথেষ্ট আলোচনা, বিতর্ক হয়নি। অনেক বিরোধী দল তাদের বক্তব্য পেশ করতে পারেনি। বিষয়টি আদালতেও উত্থাপিত হয় এবং সেই কারণেও সুপ্রিম কোর্ট আইন তিনটি স্থগিত রাখার কথা বলে।
স্পিকারের বক্তব্য, বিল পেশ করা সরকারের কাজ। সেগুলি বিশদ আলোচনার জন্য সংসদের স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠানো হবে কী হবে না, সে সিদ্ধান্তও সরকারকে নিতে হয়। স্পিকারের কিছু করনীয় নেই। কিন্তু ছোট দলগুলিকেও গড়ে পনেরো মিনিট সময় দেওয়া হয়েছিল। সরকারের বিরোধিতা করলে এমনকী সংসদের ভিতরেও বিরোধীদের দেশ বিরোধী তকমা দিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই প্রসঙ্গে ওম বিড়লা বলেন, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকানো তাঁর দায়িত্ব। তিনি সেটা নিশ্চিত করবেন।