আজ থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগেই টুইট করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘ঘৃণা কখনওই জিতবে না, তাই কখনও হার মানা বা থামা উচিত নয়’। রাহুলের এই টুইট ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে বিরোধী দলগুলিকে একজোট থাকার জন্যই পরোক্ষে এই বার্তা দিয়েছেন রাহুল।
একদিকে, গতকালই ত্রিপুরা পুরসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সেখানেও গেরুয়া ঝড় উঠেছে। বিরোধী দল হিসাবে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও স্থানীয় দল তিপরা মথা একটি করে আসন পেলেও, কংগ্রেসের খাতা শূন্যই রয়ে গিয়েছে। বিরোধী হিসাবে ধীরে ধীরে অস্তিত্ব হারানোর মুখেই কংগ্রেসের তরফে এই বার্তা বেশ গুরুত্বপূর্ণ বলেও মনে করা হচ্ছে।
অন্যদিকে, আজ শীতকালীন অধিবেশন শুরুর আগেই কংগ্রেসের তরফে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে সমস্ত বিরোধী দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। বাকি বিরোধী দলগুলি যোগ দিলেও তৃণমূলের কোনও সাংসদ এই বৈঠকে যোগ দেবেন না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কংগ্রেসের রাজ্যসভার নেতা মল্লিকার্জন খাড়গের ডাকা বৈঠকে তৃণমূলের কোনও প্রতিনিধি উপস্থিত থাকবে না’।