কলকাতা পুরভোটের আগে ফের ধাক্কা বামশিবিরে, শক্তিবৃদ্ধি তৃণমূলের। নির্বাচনে প্রার্থী হতে না পেরে ক্ষুব্ধ সিপিএম প্রার্থী দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন পুরসভার বিদায়ী কাউন্সিলর বিলকিস বেগম। শনিবার পুর প্রশাসক তথা এই পুরভোটের প্রার্থী ফিরহাদ হাকিমের হাত ধরে তৃণমূলে নাম লেখালেন তিনি। বললেন, ”দিদির কাজ দেখে উদ্বুদ্ধ হয়ে সিপিএম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।”
শুক্রবার সিপিএমই প্রথম পুরভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তাতে নাম নেই ৭৫ নং ওয়ার্ডের বিদায়ী কো-অর্ডিনেটর বিলকিস বেগমের। ঘনিষ্ঠ সূত্রে খবর, টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বিলকিস। পুরভোটের আগে তাঁর সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান বেশ তাৎপর্যপূর্ণ।
এদিন বিলকিস বেগম তৃণমূলে যোগ দেওয়ার পরই ফিরহাদ হাকিম বলেন, “উনি ৭৫ নম্বর ওয়ার্ডের সবথেকে সব কাউন্সিলর। মানছি আমাদের বিরোধী ছিলেন, কিন্তু ওনার সফলতা নিয়ে কিছু বলার নেই। আজ উনি আমাদের দলে এসেছেন। এর থেকে খুশির আর কী বা হতে পারে। আমরা একসঙ্গে কাজ করব। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।”
যদিও বিলকিস বেগমের দল ছাড়া প্রসঙ্গে রত্না রায় মজুমদার বলেন, “এটা মতাদর্শ বোধের ব্যাপার। নীতির ব্যাপার। কেউ যদি মতাদর্শ থেকে বিচ্যুত হয়ে, দক্ষিণপন্থার মানসিকতা নিয়ে বিধায়ক, কাউন্সিলারের রাজনীতিতে যদি আবিষ্ট হয়ে থাকেন সেটা আমাদের পক্ষে দুঃখজনক। মূল্যবোধের রাজনীতি তো হারিয়েই যাচ্ছে এখন।