আগামী ২৯ নভেম্বর, সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। আর তার প্রথম দিনেই লোকসভায় ৩ কৃষি আইন প্রত্যাহারের বিল পেশ করবে কেন্দ্র। এই পরিস্থিতিতে নিজেদের ‘সংসদ চলো’ অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সংযুক্ত কিষাণ মোর্চা। ৩ কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে নিজেদের আংশিক সাফল্য হিসেবে দেখছে বিক্ষোভরত কৃষকরা। তবে বাকি দাবি-দাওয়াগুলি নিয়ে এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে সংযুক্ত কিষাণ মোর্চার নেতা দর্শন পাল জানিয়েছেন, ‘আমরা ২৯ নভেম্বর যে ‘সংসদ চলো’ অভিযানের ডাক দিয়েছিলাম, তা স্থগিত করছি। সরকার আমাদের আশ্বাস দিয়েছে যে ২৯ তারিখে সংসদে আইনগুলি বাতিল করা হবে।’ উল্লেখ্য, আজ দুপুরে সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা আন্দোলনের পরবর্তী গতি প্রকৃতি নিয়ে আলোচনায় বসেছিলেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে দর্শন পাল বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বেশ কিছু দাবির কথা জানিয়েছিলাম। আমরা দাবি করেছি, কৃষকদের বিরুদ্ধে মামলা বাতিল করা হোক৷ এমএসপি নিশ্চিত করা হোক। বিক্ষোভ চলাকালীন যে কৃষকরা মারা গিয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হোক। বিদ্যুৎ বিলও বাতিল করতে হবে।’ আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রধানমন্ত্রীকে পাঠানো ওই চিঠির জবাবের জন্য ৪ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন কৃষক নেতারা। তারপরই পরবর্তী গতিপ্রকৃতি স্থির করা হবে।